Site icon Jamuna Television

শেখ হাসিনা যতদিন প্রধানমন্ত্রী থাকবেন, বাংলাদেশ এগিয়ে যাবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ভোলা প্রতিনিধি:

যতদিন শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকবেন, ততদিন বাংলাদেশ এগিয়ে যাবে এবং আলোকিত হবে। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে ভোলার লালমোহন উপজেলার সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্ক মাঠে শেখ হাসিনা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ দেশ অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল এদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলিম সবাই মিলে দেশ গড়ার। স্বাধীনতার যুদ্ধে সবার রক্তে রঞ্জিত এই দেশ। এই দেশে আমরা সবাই মিলে এক সাথে চলবো।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ত্রাস, মাদক ও জঙ্গি মুক্ত বাংলাদেশ উপহার দিতে চান উল্লেখ করে মন্ত্রী বলেন, আপনারা সৈনিক হিসেবে কাজ করে যাচ্ছেন। আপনারা পাশে আছেন বলেই আমরা এগিয়ে যাচ্ছি আর আগামীতেও এগিয়ে যাবো। কেউ আমাদের থামাতে পারবে না।

এসজেড/

Exit mobile version