Site icon Jamuna Television

সম্পর্ক ভাঙছে দীপিকা-রণবীরের! টুইট ঘিরে জল্পনা

ছবি: সংগৃহীত

রণবীর সিং আর দীপিকা পাড়ুকোনের সম্পর্কে নাকি তিক্ততা দেখা দিয়েছে। এমনকি সম্পর্ক নাকি খুব শীঘ্রই ভাঙতেও পারে। শোনা যাচ্ছে, সেই কারণেই নাকি ফের মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়েছেন দীপিকা। বলিউড গুঞ্জনে আপাতত এ খবরই ঘুরে বেড়াচ্ছে। খবর সংবাদ প্রতিদিনের।

গুঞ্জন শুরু হয়েছে মুম্বাইয়ের এক ট্যাবলয়েডের বিনোদন সাংবাদিকের টুইট থেকেই। তিনিই হঠাৎ টুইট করে লেখেন, দীপিকা ও রণবীরের সম্পর্ক ভাঙার কথা। এমনকি এই সাংবাদিক তার টুইটে লেখেন, সংসারে অশান্তির কারণেই নাকি মানসিক অবসাদ এতটাই বেড়েছে দীপিকার যে তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।

এই টুইট ঝড়ের বেগে ছড়িয়ে পড়েছে। রণবীর ও দীপিকার অনুরাগীরা খবরটা ভুয়া বলে দাবি করেছেন। নেটিজেনরা বলছেন, জোর করে গুঞ্জন তৈরি করার চেষ্টা হচ্ছে। অনেকে আবার এই সাংবাদিকের একহাত নিয়েছেন, এই ধরনের খবর তৈরি করার জন্য। দীপিকা ও রণবীরের ঘনিষ্ঠদের মতে, এই তারকা দম্পতি বহাল তবিয়তে রয়েছেন। তাদের সম্পর্কে কিছুই হয়নি।

https://twitter.com/rs____321/status/1574763645581533184?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1574763645581533184%7Ctwgr%5E3d03cf13aea5c06ce310cb027654b5d954f1c4fc%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.sangbadpratidin.in%2Fentertainment%2Fcinema%2Fhomepage-bollywood-newsdeepika-padukone-ranveer-singh-getting-separated-viral-tweet-claiming-trouble-in-their-marriage%2F

প্রসঙ্গত, ‘ব্রহ্মাস্ত্র’ সিরিজের পরবর্তী ছবিতে দেব ও অমৃতার ভূমিকায় কাদের দেখা যাবে, তা নিয়ে জল্পনা এখন তুঙ্গে। অনেকেই এই দুই চরিত্রে রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোনকে কল্পনা করছেন।

ইউএইচ/

Exit mobile version