Site icon Jamuna Television

দ্বীপ কিনলেন মিকা সিং

ছবি: সংগৃহীত

এবার পুরো একটি দ্বীপ কিনে খবরের শিরোনাম হলেন ভারতের আলোচিত গায়ক মিকা সিং। ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এ ঘোষণা নিজেই দিয়েছেন মিকা সিং।

মিকা সম্প্রতি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে দেখা গেছে, মিকার পরনে নীল রঙের টি-শার্ট। লেকে একটি মোটর বোটে বসে আছেন। কিছুক্ষণ পর এ বোট নিয়ে ছুটে চলেন মিকা সিং। বোটটিতে ইংরেজি হরফে লেখা এমএস।

ভিডিওর ক্যাপশনে মিকা লিখেছেন, নিজের ছোট্ট স্বর্গে দারুণ সময় কাটাচ্ছেন মিকা সিং। ভারতীয় গায়ক হিসেবে প্রথম লেকসহ ব্যক্তিগত দ্বীপের মালিক হলেন তিনি। পাশাপাশি ৭টি বোট, ১০টি ঘোড়া কিনেছেন তিনি।

/এসএইচ

Exit mobile version