Site icon Jamuna Television

নতুন রূপে প্রভাস

বাহুবলি খ্যাত দক্ষিণী তারকা প্রভাসের নতুন ছবি ‘আদিপুরুষ’। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) মুক্তি পেলো সিনেমার নতুন পোস্টার। ইংরেজি, তামিল, তেলুগু, মালয়ালম এবং কন্নড় ভাষায় প্রকাশিত হয়েছে পোস্টারটি। সেখানে এক ভিন্ন রূপে দেখা গেলো প্রভাসকে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

পরিচালক ওম রাউত পরিচালিত এই ছবিতে প্রভাসকে দেখা গেছে রামচন্দ্রের ভূমিকায়। পোস্টারটি নিজের সোশ্যাল মিডিয়াতেও আপলোড করেছেন অভিনেতা। আগামী ২ অক্টোবর ‘আদিপুরুষ’ এর টিজার মুক্তির কথা রয়েছে। এ দিনই মুক্তি পাবে ছবিটির আরও একটি পোস্টার। নতুন এ যাত্রায় অনুরাগীদের পাশে থাকার অনুরোধ করেছেন ‘বাহুবলি’।

২০২৩ সালের জানুয়ারিতে মুক্তি পাবে ‘আদিপুরুষ’ ছবিটি। এটি মূলত মহাকাব্য রামায়ণ অবলম্বনে নির্মিত। সেখানে রামের চরিত্রে আছেন প্রভাস, তিনিই ছবির অন্যতম মূল আকর্ষণ। এ ছাড়া লঙ্কার রাজার ভূমিকায় অভিনয় করেছেন সইফ আলি খান এবং সীতার চরিত্রে আছেন কৃতি স্যানন।

এসজেড/

Exit mobile version