Site icon Jamuna Television

জাপানকে সাথে নিয়ে যৌথ মহড়া শুরু করেছে যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া

ছবি: সংগৃহীত

এবার জাপানকে সাথে নিয়ে যৌথ মহড়া শুরু করেছে যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া। শুক্রবার জাপান সাগরে এই মহড়া শুরু হয়। সেনা, বিমান এবং নৌ বাহিনীর সমন্বয়ে চলছে এই যুদ্ধ প্রশিক্ষণ। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

সিউলের পক্ষ থেকে জানানো হয়, তিন দেশের মধ্যে সম্পর্ক বৃদ্ধি এবং বাহিনীগুলোর মধ্যে সমন্বয় বাড়াতে এই মহড়া। এতে অংশ নিয়েছে বিমানবাহী রণতরী, ডেস্ট্রয়ার এবং ফিগ্রেট।

এছাড়াও এবারের এই মহড়ায় জোর দেয়া হচ্ছে সাবমেরিন ধ্বংসের প্রশিক্ষণে। অ্যান্টি সাবমেরিন হেলিকপ্টার ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন সামরিক সরঞ্জাম নিয়ে চলছে এই মহড়া।

ইউএইচ/

Exit mobile version