Site icon Jamuna Television

নর্ড স্ট্রিমে নাশকতার জন্য পশ্চিমাদের দায়ী করলেন পুতিন

ছবি: সংগৃহীত

নর্ড স্ট্রিম পাইপলাইনে নাশকতার জন্য সরাসরি পশ্চিমাদের দায়ী করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) দেয়া ভাষণে স্পষ্ট ভাষায় বলেন, পরিকল্পনা করেই বাল্টিক সাগরের তলদেশে গ্যাস পাইপলাইনে বিস্ফোরণ ঘটিয়েছে পশ্চিমারা। খবর এপির।

নর্ড স্ট্রিম পাইপলাইনে নাশকতা প্রসঙ্গে ভ্লাদিমির পুতিন বলেন, অ্যাংলো স্যক্সনরা নিষেধাজ্ঞাকে যথেষ্ট মনে করেনি। তারা নাশকতার পথ বেছে নিয়েছে। এটা বিশ্বাস করা কঠিন, তবে সত্যিটা হলো, গ্যাস পাইপলাইনে পরিকল্পিত বিস্ফোরণ এক্স তারাই ঘটিয়েছে। আর এতে কারা সুবিধাপ্রাপ্ত হবে সেটাও স্পষ্ট।

/এসএইচ

Exit mobile version