Site icon Jamuna Television

দ্রুত ন্যাটোর সদস্যপদ পেতে জরুরি আবেদন জানাবে কিয়েভ

খুব দ্রুতই ন্যাটোর সদস্যপদ চায় ইউক্রেন। জোটে যোগ দিতে জরুরি আবেদন করতে যাচ্ছেন প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি। খবর এপির।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) ভাষণে মূলত দেশটির চার অঞ্চল রাশিয়ায় অন্তর্ভুক্তির পরই তোড়জোর শুরু করেছেন তিনি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সাথে সাক্ষাতে তিনি দাবি করেন, জোটের সদস্যপদের মানদণ্ডে এরই মধ্যে যোগ্যতার প্রমাণ দিয়েছে কিয়েভ। অবশ্য এ বিষয়ে ন্যাটো কী অবস্থান নেবে সেটাও জানা যায়নি।

এক সংবাদ সম্মেলনে ইউক্রেনের চার অঞ্চলে রাশিয়ার দখলদারিত্বকে ‘অবৈধ’ আখ্যা দিয়েছেন সামরিক জোটের মহাসচিব জেনস স্টলটেনবার্গ। ইউক্রেনের সদস্যপদ নিয়ে জরুরি আবেদনের বিষয়টি উল্লেখ করেননি তিনি। জানান, এই মুহূর্তে জোটের লক্ষ্য ইউক্রেনকে সামরিক সহায়তা।

এটিএম/

Exit mobile version