Site icon Jamuna Television

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনা, নিহত ১

মুন্সিগঞ্জ প্রতিনিধি:

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের চালতিপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। এক্সপ্রেসওয়ের সিরাজদিখান উপজেলার চালতিপাড়া হাওলাদার ফিলিং স্টেশনের সামনে শনিবার ভোর রাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হামিম পরিবহনের মালিক মো. আক্তার শেখ (২৭)। তিনি নবাবগঞ্জ উপজেলার মোসলেম হাটি গ্রামের আব্দুল লতিফ শেখর ছেলে।

হাসাড়া হাইওয়ে থানার এসআই জহুরুল জানান, নিহত ব্যক্তি হামিম পরিবহনের দুটি গাড়ির মালিক। গাড়ির তেল শেষ হয়ে যাওয়ায় ঢাকামুখী সড়কে গাড়ি থামিয়ে হেলপারকে তেল নিতে পাম্পে পাঠায়। হেলপারের ফিরতে দেরি হওয়ায় সে মুঠোফোনে কথা বলতে বলতে রাস্তা পার হতে গেলে অজ্ঞাত গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান তিনি। লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

ইউএইচ/

Exit mobile version