Site icon Jamuna Television

ফেসবুকে কাকে ফলো করছেন বুবলী?

ছবি: সংগৃহীত

সন্তানের ছবি ও তার পিতৃপরিচয় প্রকাশ করার দিনেই ছেলের (শেহজাদ খান বীর) নামে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পেজ চালু করলেন আলোচিত চিত্রনায়িকা বুবলী। পেজটি চালু করার ২৪ ঘণ্টায় তাতে ১৩ হাজারের বেশি লাইক পড়েছে এবং ফলোয়ার যুক্ত হয়েছে ১৫ হাজারের বেশি।

যদিও ফেসবুকে নামে-বেনামে অনেকে ভুয়া আইডি বা পেজ খুলে থাকে। তবে এই পেজটি ভুয়া নয়। কারণ, নায়িকার ৪০ লাখ ৩০ হাজার ফলোয়ার থাকা পেজ থেকে একমাত্র ফলো করা পেজের নাম শেহজাদ খান বীর। পেজটির অ্যাবাউটে বাবা-মা হিসেবে শাকিব ও বুবলীর নাম লেখা রয়েছে।

পেজটিতে এখন পর্যন্ত করা চারটি পোস্টে বীরের কয়েকটি ছবি প্রকাশ করা হয়েছে। ছবিগুলোতে এরই মধ্যে কয়েক হাজার লাইক-কমেন্ট করেছেন নেটিজেনরা। দু-একজন নেতিবাচক মন্তব্য করলেও ছোট্ট বীরকে ঘিরে ইতিবাচক মন্তব্যই করেছেন বেশির ভাগ মানুষ।

পোস্টগুলোর একটিতে বীরের পেজ (শেহজাদ খান বীর) থেকেও একটি কমেন্ট করা হয়েছে। লেখা হয়েছে, ‘হায়, আমি শেহজাদ খান বীর। শাকিব-বুবলীর একমাত্র সন্তান। আমার জন্ম ২০২০ সালের ২১ মার্চ। আমার জন্য সবাই দোয়া করবেন।’

/এনএএস

Exit mobile version