Site icon Jamuna Television

সভা সমাবেশ করার স্বাধীনতা না দিলে স্বাভাবিক রাজনীতির পরিবেশ থাকবে না: জি এম কাদের

ফাইল ছবি।

কথা বলা আর সভা সমাবেশ করার স্বাধীনতা না দিলে স্বাভাবিক রাজনীতির পরিবেশ থাকবে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।

শনিবার (১ অক্টোবর) সকালে ঢাকা মেডিকেলে সন্ত্রাসী হামলায় আহত জাতীয় পার্টি নেতা শফিকুল ইসলামকে দেখতে গিয়ে এই মন্তব্য করেন তিনি।

এ সময় তিনি বলেন, বর্তমান অবস্থা বিরাজ থাকলে আসছে নির্বাচনের জন্য ভালো ফলাফল বয়ে আনবে না। শফিকুল ইসলামের ওপর হামলায় সরকারি দল জড়িত বলেও অভিযোগ করেন জিএম কাদের। জাতীয় পার্টির নিজেদের মধ্যে অন্তঃকোন্দল নেই বলেও দাবি করেন তিনি।

ইউএইচ/

Exit mobile version