Site icon Jamuna Television

ইউক্রেনে ‘পারমাণবিক’ অস্ত্র ব্যবহারের পরামর্শ চেচেন নেতা কাদিরভের

ছবি: সংগৃহীত

চেচেন নেতা রমজান কাদিরভ বলেছেন, ইউক্রেনের ওপর ‘লো ইয়েল্ড’ পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়টি রাশিয়ার বিবেচনা করা উচিত। যুদ্ধক্ষেত্রে সাম্প্রতিক সময়ে রুশ সেনারা পরাস্ত হওয়ার পর এমন আহ্বান জানালেন কাদিরভ। রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

শনিবার (১ অক্টোবর) টেলিগ্রামে এই চেচেন নেতা লিখেছেন, আমার ব্যক্তিগত মতামত হলো, যেন আরও কঠিন পদক্ষেপ নেয়া হয়। সীমান্ত এলাকায় মার্শাল ল জারি করা এবং লো ইয়েল্ড পারমাণবিক অস্ত্র ব্যবহার করার বিষয়টি বিবেচনা করা উচিত।

দোনবাসের গুরুত্বপূর্ণ শহর লাইমান পুনর্দখল করার দ্বারপ্রান্তে আছে ইউক্রেনের সেনারা। এ শহরটি হাতছাড়া হলে দোনেৎস্কের পূর্বাঞ্চলে রুশ সেনাদের রসদ পরিবহন এবং সামরিক কার্যক্রম ব্যহত হবে।

/এনএএস

Exit mobile version