Site icon Jamuna Television

পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপণাঙ্গ কর্তন

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ

নওগাঁর বদলগাছীতে স্বামীর পরকীয়ার জেরে লিঙ্গ কর্তন করেছে স্ত্রী রিতা রানী (২৭)। শনিবার ( ২৩ জুন ) ভোর রাতে বদলগাছী উপজেলার বিলাশবাড়ি ইউনিয়নের চকনরশিং গ্রামে এ ঘটনা ঘটে। আহত স্বামী উপেন চন্দ্র (৩২) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

বদলগাছী থানার পরিদর্শক (তদন্ত) শাহিনুর ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুই সন্তানের জনক উপেন চন্দ্র দীর্ঘদিন থেকে জেলার পত্নীতলা উপজেলার পূর্ণিমা রানী নামে এক বিধবা মহিলার সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে। স্ত্রী রিতা রানী স্বামী উপেন চন্দ্রকে অনেক নিষেধ করে। কিন্তু উপেন চন্দ্র তার স্ত্রীর কোন কথা না শুনে পূর্ণীমা রানীর সঙ্গে পরকীয়ার সম্পর্ক অব্যাহত রাখে।

এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া-বিবাদ চলছিল। শনিবার রাতে উপেন চন্দ্র ঘুমিয়ে গেলে স্ত্রী রিতা রানী ধারালো অস্ত্র দিয়ে স্বামীর লিঙ্গ কেটে (শরীর থেকে বিচ্ছিন্ন) করে ফেলে।

এ ঘটনায় আহত উপেন চন্দ্রের মামা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করলে গৃহবধূ রিতা রানীকে আটক করে পুলিশ ।

Exit mobile version