Site icon Jamuna Television

মেসি-এমবাপ্পের গোলে নিসের বিপক্ষে পিএসজির জয়

ছবি: সংগৃহীত

অনবদ্য ফর্ম ধরে রাখা মেসি-এমবাপ্পের গোলে ফ্রেঞ্চ লিগে নিসকে ২-১ গোলে হারিয়েছে প্যারিস সেন্ট জার্মেই। মেসির গোলে এগিয়ে যাওয়ার পর এক গোল খেয়ে যখন পয়েন্ট ভাগাভাগির শঙ্কায় ছিলেন কোচ ক্রিস্টোফ গালতিয়ের, তখনই এমবাপ্পের লক্ষ্যভেদে জয় নিশ্চিত হয় পিএসজির।

আবারও প্রতিপক্ষ রক্ষণ দেয়ালকে চূর্ণ করে দেয়া ফ্রিকিক ফিরে এসেছে লিওনেল মেসির পায়ে। আর্জেন্টিনার হয়ে গত সপ্তাহেই ফ্রি কিকে দারুণ এক গোলের পর তারই ধারাবাহিকতা বজায় রেখেছেন তিনি পিএসজির জার্সিতেও। আন্তর্জাতিক বিরতিতে যাওয়ার আগে পিএসজির হয়ে সর্বশেষ দুই ম্যাচে গোল করেছেন তিনি। আর আন্তর্জাতিক বিরতিতে আর্জেন্টিনার জার্সিতে হন্ডুরাস ও জ্যামাইকার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচেই করেছেন জোড়া গোল। এবার আন্তর্জাতিক বিরতি শেষে পিএসজির জার্সিতে ফিরেই আবার গোল পেলেন মেসি।

ছবি: সংগৃহীত

নিসের বিপক্ষে ২৮ মিনিটে দুর্দান্ত ফ্রি কিকে পিএসজিকে এগিয়ে দেন আর্জেন্টাইন তারকা। কিন্তু ৪৭ মিনিটে স্ট্রাইকার গায়েতান লাবোর্ডের গোলে সমতায় ফেরে নিস। তবে ৮৩ মিনিটে বদলি হিসেবে নামা ইনজুরি থেকে শতভাগ ফিট হবার লড়াইয়ে থাকা এমবাপ্পে জয় নিশ্চিত করেন পিএসজির।

আরও পড়ুন: ইন্দোনেশিয়ায় ফুটবল স্টেডিয়ামে প্রাণঘাতী সংঘর্ষ, পদদলিত হয়ে নিহত ১৫৩

/এম ই

Exit mobile version