Site icon Jamuna Television

মেহেরপুর-কুষ্টিয়া মহাসড়কে বাস চলাচল বন্ধ

মেহেরপুর প্রতিনিধি:

বাস মা‌লিক ও শ্রমিক‌দের মধ্যে দ্বন্দ্বের জেরে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে বাস চলাচল বন্ধ রয়েছে।

রোববার (২ অক্টোবর) সকাল থেকে আন্তঃজেলা কোনো পরিবহন ছেড়ে যায়নি। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

মেহেরপুর মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান জানান, গতকাল কুষ্টিয়ার এক মালিকের সাথে এক শ্রমিকের দ্বন্দ্ব হয়। সে দ্বন্দ্বের জের ধরে কুষ্টিয়া থেকে মেহেরপুরে সকল বাস চলাচল বন্ধ করে দেয় কুষ্টিয়া মালিক সমিতি। কিন্তু মেহেরপুর থেকে মেহেরপুর জেলা সীমান্ত খলিসাকুন্ডি পর্যন্ত ছেড়ে যায় আন্তঃজেলার সকল বাস।

Exit mobile version