Site icon Jamuna Television

বিরোধী দল রাজনীতিকে অস্থিতিশীল করতে চায়: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। ফাইল ছবি।

বিরোধী দল দেশকে অস্থিতিশীল এবং রাজনীতিতে অনিশ্চিত পরিস্থিতি তৈরি করতে চাইছে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। বলেন, তবে দেশের মানুষ সচেতন। তারা বিরোধী দলকে বর্জন করেছে কিনা, তা প্রমাণে নির্বাচনে আসার আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

রোববার (২ অক্টোবর) দুপুরে ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় উৎপাদনশীলতা দিবসের আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। গত ৩টি সংসদ নির্বাচনের মতো এবারও জনগণ তাদের বর্জন করবে, এমন মন্তব্য করেন তিনি।

এ সময় উৎপাদনশীলতা নিয়ে কৃষিমন্ত্রী বলেন, সরকারি কারখানাগুলোর উৎপাদনশীলতা খুব সীমিত। প্রয়োজনে সরকারি শিল্প কারখানাগুলোকে জবাবদিহীতা ও স্বচ্ছতার মধ্যে দিয়ে পরিচালনা করতে হবে। কৃষিতে আগের চেয়ে উৎপাদনশীলতা বাড়লেও তা যথেষ্ট নয় মন্তব্য করে কৃত্তিম বুদ্ধিমত্তা, রোবটিকস, জেনেটিক ইঞ্জিনিয়ারিংসহ ৪র্থ বিপ্লবের প্রযুক্তি ব্যবহারের আহ্বান জানান তিনি।

/এমএন

Exit mobile version