Site icon Jamuna Television

সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করলে কঠোর হাতে দমন: আইজিপি

যারা মণ্ডপে হামলা করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায়, তাদেরকে দৃঢ় হস্তে দমন করা হবে; এ কথা বলেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

রোববার (২ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে আইজিপি বলেন, সাম্প্রদায়িক মানুষেরা সবসময় সুযোগ খুঁজে। উৎসবের মাঝে কালিমা লেপে দিতে চায় এসব দুষ্কৃতিকারী। সকলকে সজাগ ও সচেতন থাকার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, যখন লোক কম থাকে, তখন বেশি সতর্ক থাকতে হবে। যাতে কোনো দুষ্কৃতিকারী কোনো প্রকার অঘটন ঘটনোর সুযোগ না পায়।

/এমএন

Exit mobile version