Site icon Jamuna Television

ক্ষতিপূরণ চেয়ে রবির বিরুদ্ধে সোহানা সাবার মামলা

অনুমতি ছাড়া ‘আড্ডা উইথ সোহানা সাবা’ নামের একটি সেলিব্রেটি শো সম্প্রচার করায় মোবাইল অপারেটর কোম্পানি রবি আজিয়াটা লিমিটেডের বিরুদ্ধে ক্ষতিপূরণ মামলা করেছেন অভিনেত্রী সোহানা সাবা।

ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম আদালতে রোববার (২ অক্টোবর) মামলাটি করেন এ অভিনেত্রী সাবা। বাদীর জবানবন্দি শুনে অভিযোগ তদন্ত করে আগামী ১৫ ডিসেম্বর পিবিআইকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন বিচারক তোফাজ্জল হোসেন।

মামলার অভিযোগে বলা হয়, চার বছর আগে তারকালয় ‘আড্ডা উইথ সোহানা সাবা’ নামে একটি সেলিব্রিটি টক শো নির্মাণ করেন। এটির কনটেন্ট তৈরি ও কপিরাইট রেজিস্ট্রেশন বাবদ ৭০ লাখ টাকা খরচ হয়েছে। যা এমএস এইন্সটেক স্টুডিও ও রবি আজিয়াটা লিমিটেডসহ অনেক ডিজিটাল প্লাটফর্মে অনুমতি ছাড়া প্রচার করছে।

/এমএন

Exit mobile version