Site icon Jamuna Television

পলাতক আসামিকে নিজের জন্মদিনের পার্টি থেকে গ্রেফতার

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের কানেক্টিকাট অঙ্গরাজ্যের কর্তৃপক্ষের কাছ থেকে পলাতক একজনকে তার জন্মদিনের অনুষ্ঠান থেকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে।

ফক্স নিউজের এক প্রতিবেদনে বলা হয়, ৩১ বছর বয়সী ফরেনজা মারফিকে শেরিফ কার্যালয়ের বিশেষ তদন্তদল ম্যাকডোনা শহর থেকে গ্রেফতার করেছে। কর্মকর্তারা একটি সূত্রে জেনেছিলেন যে, মারফি তার জন্মদিন উদযাপন করতে পরিবারের এক সদস্যের বাড়িতে রয়েছেন। শনিবার দুপুরে তাকে ওই বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

মারফি ডাকাতির অভিযোগে ব্রিজপোর্ট শহরের সংশোধনাগারে চার বছরের সাজা ভোগ করছিলেন। তিনি সেখান থেকে অনুমতি ছাড়াই চলে যান। মারফিকে বর্তমানে হেনরি কাউন্টি জেলে আটক রাখা হয়েছে। তার বিরুদ্ধে নতুন অভিযোগ আনা হবে বলে আশা করা হচ্ছে।

/এনএএস

Exit mobile version