Site icon Jamuna Television

শত্রুদের ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে: ইরানের প্রেসিডেন্ট

ইরানে চলমান আন্দোলনে শত্রুদের ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে বলে জানিয়েছেন ইরানের কট্টরপন্থী প্রেসিডেন্ট ইবরাহিম রাইসি। রোববার (২ অক্টোবর) এক বিবৃতিতে তিনি এ কথা জানান।

প্রেসিডেন্ট রাইসি বলেন, ইসলামিক প্রজাতন্ত্র যখন অর্থনৈতিক সংকট কাটিয়ে বিশ্বে আরও সক্রিয় হচ্ছিল ঠিক তখন শত্রুরা দেশটিকে বিছিন্ন করতে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। কিন্তু তারা এতে ব্যর্থ হয়েছে।

গেল ১৬ সেপ্টেম্বর মাহসা আমিনীর মৃত্যুর পর থেকে ইরানে চলছে হিজাব বিরোধী আন্দোলন। চলমান এ আন্দোলনকে দেশটির প্রেসিডেন্ট শত্রুদের ষড়যন্ত্র হিসেবেই আখ্যায়িত করেছেন। এখন পর্যন্ত এ বিক্ষোভে নিহত হয়েছে শতাধিক মানুষ। এছাড়া শুক্রবার ইরান রেভল্যুশনারি গার্ডের দুজন জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তারও মৃত্যু হয়েছে।

এটিএম/

Exit mobile version