Site icon Jamuna Television

আজ মহাষ্টমী, মণ্ডপে মণ্ডপে পূজা-অর্চনা

মহাসপ্তমীর লগ্ন পেরিয়ে আজ শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী। দুর্গাপূজার সবচেয়ে আকর্ষণীয় এবং জাঁকজমকপূর্ণ দিন।

বিহিত পূজার মাধ্যমে শুরু হয় মহাষ্টমীর আনুষ্ঠানিকতা। আজ কুমারী পূজা এবং দেবীর সন্ধিপূজারও আয়োজন করা হবে। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, দেবী দুর্গা সব নারীর মধ্যেই মাতৃরূপে বিরাজমান। এ উপলব্ধি সবার মধ্যে জাগ্রত করতেই কুমারী পূজার আয়োজন করা হবে।

সারা দেশের রামকৃষ্ণ মিশনগুলোতে আয়োজন করা হবে এই পূজার। হিন্দু শাস্ত্র অনুসারে, সাধারণত ১ থেকে ১৬ বছরের অজাতপুষ্প সুলক্ষণা কুমারীকে পূজার উল্লেখ রয়েছে। পুরাণ অনুযায়ী এবার দেবী মর্ত্যে এসেছেন গজে চেপে। দুর্গা গজে চড়ে এলে সুখ ও সমৃদ্ধি বয়ে আনেন। আর ৫ অক্টোবর বিজয়া দশমীতে দেবী মর্ত্য ছাড়বেন নৌকায় চড়ে। নৌকায় গমনেও ধরণী হবে শস্যপূর্ণ। তবে থাকবে অতিবৃষ্টি বা বন্যা।

এটিএম/

Exit mobile version