Site icon Jamuna Television

নোবেলজয়ীদের নাম ঘোষণা শুরু হচ্ছে আজ থেকে

ফাইল ছবি

নোবেলজয়ীদের নাম ঘোষণা শুরু হচ্ছে আজ। প্রথম দিন জানানো হবে চিকিৎসাশাস্ত্রে বিজয়ীর নাম। বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় আসবে এ ঘোষণা। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

আগামী মঙ্গলবার ঘোষণা করা হবে পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম। পরদিন ঘোষণা করা হবে রসায়নে নোবেল সম্মাননা। ৬ অক্টোবর সাহিত্যে এবং ৭ অক্টোবর শান্তিতে নোবেল বিজয়ীদের নাম ঘোষিত হবে। মাঝে দু’দিন বিরতির পর আগামী সোমবার ঘোষণা করা হবে অর্থনীতিতে নোবেলজয়ীর নাম। সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নামে প্রতিবছর ছয় বিভাগে দেয়া হয় এ সম্মাননা।

শান্তিতে নোবেলজয়ীর নাম নিয়ে বরাবরই থাকে রাখঢাক। তবে সূত্রের বরাত দিয়ে প্রকাশ করা হয়েছে কয়েকটি নাম। বলা হচ্ছে- যুদ্ধের কারণে এবার রুশবিরোধী কোনো ব্যক্তি বা সংগঠন পেতে পারে এ সম্মান। উঠে এসেছে ভোলদেমির জেলেনস্কির নামও। তাছাড়া পরিবেশের বিপর্যয় রোধে গুরুত্বপূর্ণ কোনো সংগঠনও পেতে পারে এ সম্মাননা।

এদিকে, ডিসেম্বরে সুইডেনের স্টকহোমে পদক প্রদান অনুষ্ঠানে গেল তিন বছরের বিজয়ীদের আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়েছে নোবেল ফাউন্ডেশন।

ইউএইচ/

Exit mobile version