Site icon Jamuna Television

রিয়াল মাদ্রিদকে রুখে দিলো ওসাসুনা

ছবি: সংগৃহীত

ওসাসুনার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে রিয়াল মাদ্রিদ। পয়েন্ট হারিয়ে টেবিলের শীর্ষে ফেরার সুযোগ হাতছাড়া করলো লসব্লাঙ্কোস।

সান্তিয়াগো বার্নাব্যুতে ইন্দোনেশিয়ায় ফুটবল মাঠে হতাহতদের স্মরণে এক মিনিটের নীরবতা পালন করা হয়। এরপর ম্যাচের শুরু থেকেই চলে আক্রমণ-পাল্টা আক্রমণ। তবে উইঙ্গার আব্দেসামাদের ব্যর্থতায় দু’টি সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি ওসাসুনা। গোল আদায়ে ব্যর্থ ছিলেন কারিম বেনজেমা।

প্রথমার্ধের শেষ দিকে ভিনিসিয়ুস জুনিয়রের গোলে লিড নেয় রিয়ার মাদ্রিদ। বিরতির পর কিকে গার্সিয়ার দারুণ গোলে সমতায় ফেরে ওসাসুনা। ৭৯ মিনিটে ফাউলের দায়ে দাভিদ গার্সিয়া লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় সফরকারীরা। কারিম বেনজেমা পেনাল্টি মিস করলে ড্রয়ের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় রিয়ালকে। টানা ছয় জয়ের পর পয়েন্ট হারানো রিয়াল মাদ্রিদ ১৯ পয়েন্ট নিয়ে আছে টেবিলের দুই নম্বরে।

ইউএইচ/

Exit mobile version