Site icon Jamuna Television

উত্তরপ্রদেশে পূজার প্যান্ডেলে অগ্নিকাণ্ডে নিহত ৫, আহত ৬৪

ছবি: সংগৃহীত

দুর্গাপূজার মণ্ডপে আগুন লেগে মৃত্যু হলো পাঁচ জনের। নিহতদের মধ্যে রয়েছেন দুই নারী এবং তিন শিশু। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৬৪ জন। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশে। খবর আনন্দবাজার পত্রিকার।

খবরে বলা হয়, দুর্গাপূজার মণ্ডপে রোববার রাতে সপ্তমীর আরতি চলছিল। পূজা দেখতে জড়ো হয়েছিলেন অনেকে। আরতি চলাকালীন ওই পূজামণ্ডপে উপস্থিত ছিলেন অন্তত ১৫০ জন। রাত ৯টার দিকে হঠাৎ আগুন লেগে যায়।

প্রতিবেদনে বলা হয়, দর্শনার্থীদের অনেকে পুড়ে যাওয়া ক্ষত নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। আহতদের মধ্যে ২২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ভদোহীর জেলাশাসক গৌরাঙ্গ রাঠি। অনেকেরই শরীর ৩০ থেকে ৪০ শতাংশ পুড়ে গেছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে আগুন লাগার অন্য কোনো কারণ আছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।

ইউএইচ/

Exit mobile version