Site icon Jamuna Television

বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সংলাপ শেষে গণআন্দোলন শুরু করা হবে: ফখরুল

বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সংলাপ শেষে সরকার হটাতে গণআন্দোলন শুরু করা হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (৩ অক্টোবর) সকালে গুলশানে কাজী জাফর প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয় পার্টির সাথে দ্বিতীয় ধাপের দ্বিতীয় দিনে সংলাপ শেষে এসব কথা জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, সরকারবিরোধী গণ-আন্দোলনের দফা ঠিক করা নিয়ে আলোচনা হয়েছে। খালেদা জিয়াসহ রাজনৈতিক বন্দিদের মুক্তি, নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর, নতুন ইসি গঠনসহ নানা বিষয়ে কথাও হয়েছে বলে জানান তিনি।

সংলাপে বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের নেতৃত্বে নয় সদস্যের প্রতিনিধি দল অংশ নেন। মূলত সরকার বিরোধী প্লাটফর্মে আরও শক্তিশালী করতেই এই সংলাপ করছে বিএনপি।

ইউএইচ/

Exit mobile version