Site icon Jamuna Television

যশোরে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে হত্যা, আটক হয়নি কেউ

যশোরে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে হত্যার আলোচিত ঘটনায় এখনও কাউকে আটক করতে পারেনি পুলিশ। রোববার (২ অক্টোবর) রাত ৮টার দিকে সদর উপজেলার নারায়ণপুর শ্মশান ঘাটের পাশ থেকে পুলিশ রনির মরদেহ উদ্ধার করে। ঘটনার পর ১৮ ঘণ্টা পেরিয়ে গেলেও গ্রেফতার হয়নি কেউ।

স্বজনদের দাবি, ওই এলাকার ইমরোজ নামে এক যুবককে হত্যার জেরে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। রনির বুকের বামপাশে একটি গুলি করা ছাড়াও মৃত্যু নিশ্চিত করতে তার শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। এমনকি মুখে অ্যাসিডও ঢেলে দেয়া হয়।

স্থানীয়রা জানায়, রনি কুমিল্লার একটি কোম্পানিতে বিদ্যুতের টাওয়ার বসানোর কাজ করতেন। সম্প্রতি তিনি ছুটিতে বাড়ি আসেন। শনিবার বিকেলে একই এলাকার কয়েকজন পূজা দেখার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় তাকে। এরপর থেকেই নিখোঁজ ছিলেন রনি।

/এডব্লিউ

Exit mobile version