Site icon Jamuna Television

দুর্গোৎসবকে কেন্দ্র করে এখন পর্যন্ত কোনো নাশকতার আশঙ্কা নেই: র‍্যাবের মহাপরিচালক

শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে এখন পর্যন্ত কোনো নাশকতার আশঙ্কা নেই বলে জানিয়েছেন র‍্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন।

সোমবার (৩ অক্টোবর) দুপুরে রাজধানীর বনানীতে পূজা মণ্ডপের নিরাপত্তা পরিদর্শন শেষে এ কথা জানান তিনি।

তিনি বলেন, জঙ্গিরা যতই স্মার্ট হোক না কেনো র‍্যাব তার থেকেও বেশি স্মার্ট ও দক্ষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে যেকোনো ধরনের গুজব রুখে দিতে র‍্যাবের সাইবার দল প্রস্তুত আছে বলেও জানান তিনি।

র‍্যাবের ডিজি আরও বলেন, যেসব যুবক ঘর ছেড়েছে তারা নজরদারিতে রয়েছে। পূজার পর ভালো খবর দেয়ার আশাবাদ প্রকাশ করেন র‍্যাবের মহাপরিচালক।

ইউএইচ/

Exit mobile version