Site icon Jamuna Television

স্পেনে হয়ে গেলো ‘ক্যাস্তেল’ বা মানব টাওয়ার বানানোর উৎসব

স্পেনে হয়ে গেলো ঐতিহ্যবাহী ‘ক্যাস্তেল’ বা মানব টাওয়ার বানানোর উৎসব। নজরকাড়া আয়োজনে অংশ নেন ১১ হাজার প্রতিযোগী।

সাগরের পাশে অবস্থিত বাজার, আন্তোনি গদির হাতে প্রাণ পাওয়া গোথিক স্থাপত্য, কাভা নামের স্থানীয় সাদা শ্যাম্পেইনের জন্য বিখ্যাত কাতালুনিয়া। নিজস্ব ভাষা, পতাকা ও সংস্কৃতির সাথে ফুটবল ক্লাব বার্সেলোনার মাধ্যমে পুরো দুনিয়াজোড়া নাম রয়েছে এই জাতির। তবে কাতালুনিয়ার উৎসবগুলোর মধ্যে সবচেয়ে নাটকীয় বলা যায় ক্যাস্তেলকেই।

মূলত কাতালুনিয়া অঞ্চলের সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িত এই খেলা। করোনা মহামারি চলাকালে তাতে বিঘ্ন ঘটে। দুই বছর পরের আয়োজনে তাই ছিল বিশাল লোকসমাগম। ৪০টি দলকে টপকে শীর্ষস্থান দখল করে ভিলাফ্রাংকা শহর থেকে আসা টিম। পুরস্কার হিসেবে এই টিম পায় ১৬ হাজার ইউরো।

আরও পড়ুন: উত্তরপ্রদেশে পূজার প্যান্ডেলে অগ্নিকাণ্ডে নিহত ৫, আহত ৬৪

/এম ই

Exit mobile version