Site icon Jamuna Television

বাড়িতে সিসি ক্যামেরা লাগিয়ে মাদক ব্যবসা

স্টাফ রিপোর্টার, মাদারীপুর

মাদারীপুরের কালকিনিতে বাড়িতে সিসি ক্যামেরা লাগিয়ে মাদক ব্যবসা পরিচালনাকারী যুবক নয়ন খানকে আটক করেছে পুলিশ। তার বাড়িতে অভিযান চালিয়ে ১টি শ্যুটারগান, ২ রাউন্ড গুলি ও বিপুল পরিমান ইয়াবা উদ্ধার করে পুলিশ। নয়ন খান কালকিনি উপজেলার পশ্চিম সাহেবরামপুর গ্রামের বাবুল খানের ছেলে।

কালকিনি থানার ওসি কৃপা সিন্ধু বালা বলেন, নয়ন দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন নারীদের ব্যবহার করে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। গোপন সংবাদের ভিত্তিত আমরা অস্ত্র, গুলি ও ইয়াবাসহ গ্রেফতার করেছি। তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

তিনি আরও বলেন, এই ডিজিটাল মাদক ব্যবসায়ী বাড়িতে সিসি ক্যামেরা রেখেছিল। তার বাড়িতে কারা আসে, কেন আসে সেগুলো ঘরে বসেই যাতে দেখতে পারে সেজন্য বাড়ির পাশের গাছের সাথে সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছিল।

Exit mobile version