Site icon Jamuna Television

একাকীত্ব কাটাতে ৫ম বিয়ে করলেন ৫৬ বছর বয়সী পাকিস্তানি

ছবি: সংগৃহীত

পূর্বের চার সংসারে ১১ সন্তানের হাত ধরে ৪০ জন নাতি-নাতনিসহ মোট ৬২ জনের পরিবার থাকা সত্বেও একাকীত্ব কাটে না ৫৬ বছর বয়সী শওকতের। তবে বাবার সেই একাকিত্ব বুঝতে পারে মেয়েরা। বাবাকে পুনরায় বিয়ে করাতে জিদ ধরেন দুই মেয়ে।

পরে পূর্ববর্তী স্ত্রীদের অনুমতি নিয়ে বাবাকে ৫ম বিয়ে করান তারা।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে’র এক প্রতিবেদনে বলা হয়, ইউটিউবার এবং বিষয়বস্তু নির্মাতা ইয়াসির শামির এক বিশেষ সাক্ষাৎকারে নিজের বিয়ের কথা জানান তিনি। তিনি বলেন, নিজের ভালোর জন্য শেষবারের মতো তাকে বিয়ে করতে বলে মেয়েরা।

শওকতের বিয়ের ব্যাপারে জানতে চাইলে তার এক স্ত্রী জানান, এ বিয়েতে অত্যন্ত খুশি তিনি। নতুন স্ত্রীও শওকতকে বিয়ে করে নিজের খুশির কথা জানিয়েছেন।

/এনএএস

Exit mobile version