Site icon Jamuna Television

মেয়ের কবরে শায়িত তোয়াব খান

একুশে পদকপ্রাপ্ত প্রথিতযশা সাংবাদিক তোয়াব খানকে রাজধানীর বনানী কবরস্থানে সমাহিত করা হয়েছে। ২৫ বছর আগে তার ছোট মেয়ে এষা খানকে যে কবরে সমাহিত করা হয়েছিল, সেটিতেই শেষ শয্যা হয় তোয়াব খানের। সোমবার (৩ অক্টোবর) বিকেলে তাকে সমাহিত করা হয়।

গত শনিবার দুপুরে বার্ধক্যজনিত জটিলতায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।

সোমবার সকালে তেজগাঁওয়ে দৈনিক বাংলা ও নিউজবাংলা কার্যালয় প্রাঙ্গণে প্রথম জানাজা শেষে প্রথিতযশা এ সাংবাদিককে নেয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে তাকে রাষ্ট্রীয় সম্মান জানানো হয়।

এরপর মরদেহ নেয়া হয় জাতীয় প্রেসক্লাবে। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে হয় জানাজা। আসরের নামাজের পর গুলশান সেন্ট্রাল মসজিদে হয় তৃতীয় জানাজা। দাফনের জন্য সেখান থেকে মরদেহ নেয়া হয় বনানী কবরস্থানে।

/এমএন

Exit mobile version