Site icon Jamuna Television

রুশ-ইউক্রেন ফ্রন্টলাইনে উত্তেজনা অব্যাহত

ছবি: সংগৃহীত

লিম্যানের পর আরও নতুন নতুন অঞ্চলে নিজেদের সাফল্য দাবি করছে ইউক্রেন। দেশটির প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি জানান, পুরোপুরি দখলমুক্ত হয়েছে খেরসনের আরও দুটি শহর। অন্যদিকে, নিপ্রো শহরে ইউক্রেনের নিরাপত্তা বাহিনীর কার্যালয়ে হামলার দাবি রাশিয়ার। বিদেশি উপদেষ্টাসহ কমপক্ষে ৩৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা দফতর। লিম্যানের বাইরেও শক্ত প্রতিরক্ষা লাইন তৈরির দাবি রুশ বাহিনীর। খবর রয়টার্সের।

একদিন আগেই লিমানে পূর্ণ নিয়ন্ত্রণের ঘোষণা দিয়েছে ইউক্রেন। অঞ্চলটি পুনরুদ্ধারকে দেখা হচ্ছে গত কয়েক সপ্তাহের মধ্যে কিয়েভের সবচেয়ে বড় অর্জন হিসেবে। লিম্যানকে মুক্ত ঘোষণার পর আরও বেশ কয়েকটি ফ্রন্টলাইনে সাফল্যের দাবি করেছেন প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি। খেরসনের আরখানেলেস্ক ও মাইরোলিউ-বিভকা দখলমুক্ত হয়েছে বলে দাবি তার।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি বলেন, লিমান এখন সম্পূর্ণ মুক্ত। আমাদের যোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা। এ সপ্তাহে সবচেয়ে বড় খবর, বিভিন্ন এলাকা শত্রুমুক্ত হওয়া। সেনাদের সাফল্য কেবল লিম্যানেই সীমাবদ্ধ নয়।

এদিকে, লিম্যান থেকে সরে গেলেও শহরটির বাইরে শক্ত প্রতিরক্ষা বলয় তৈরির দাবি পুতিন বাহিনীর। রুশ সেনা বাহিনী জানিয়েছে, লিম্যান থেকে সামনে এগোনোর আরও দুটি পথ রয়েছে। উত্তরের দুটি অংশেই আমাদের প্রতিরক্ষা বাহিনী প্রস্তুত আছে। লক্ষ্য শত্রুপক্ষকে সামনে আসতে না দেয়া।

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় নিপ্রো শহরে ইউক্রেনের সিকিউরিটি সার্ভিসের হেডকোয়ার্টারে মিসাইল হামলার তথ্য জানিয়েছে রুশ প্রতিরক্ষা বিভাগ। দূরপাল্লার ক্ষেপণাস্ত্রে ব্যাপক হতাহতের দাবি ক্রেমলিনের।

এ প্রসঙ্গে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাশেনকোভ বলেন, বিমান বাহিনী দূরপাল্লার মিসাইল ছুড়েছে ইউক্রেনের সিকিউরিটি সার্ভিসের ভবনে। সেখানে তাদের ৩৫ কর্মীর মৃত্যু হয়েছে। নিখোঁজ আরও অনেকে।

প্রসঙ্গত, সম্প্রতি যুদ্ধের ফ্রন্টলাইনে যোগ দিতে এরই মধ্যে পাঠানো হয়েছে রুশ বাহিনীর রিজার্ভ সেনাদের। বিভিন্ন ঘাঁটিতে প্রশিক্ষণ নিচ্ছেন তারা।

/এসএইচ

Exit mobile version