Site icon Jamuna Television

বিএনপির নেতৃত্ব ছাড়া গণতন্ত্র ফিরে আসার সুযোগ নেই: কর্ণেল (অব.) অলি

বিএনপির নেতৃত্ব ছাড়া গণতন্ত্র ফিরে আসার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্ণেল (অব.) অলি আহমেদ। বলেন, বর্তমান অবস্থায় নির্বাচন হলে আওয়ামী লীগ ছাড়া কেউ নির্বাচিত হবে না।

জাতীয় ঐক্য গঠনের প্রক্রিয়ার অংশ হিসেবে আন্দোলনের দফাগুলো নিয়ে সোমবার (৩ অক্টোবর) রাতে রাজধানীর মহাখালী ডিওএইচএসে অলি আহমেদের বাসায় এলডিপি নেতাদের সঙ্গে বৈঠক করেন মির্জা ফখরুল। বৈঠক শেষ এলডিপি চেয়ারম্যান এ মন্তব্য করেন।

এদিকে, বিএনপি মহাসচিব বলেন, আন্দোলনের দফাগুলো নিয়ে কথা হয়েছে। অন্যান্য দলের সঙ্গে আলোচনা করে দাবি উপস্থান করা হবে। অনির্বাচিত কর্তৃত্ববাদী সরকারের পদত্যাগের দাবিতে এলডিপি একমত।

/এমএন

Exit mobile version