Site icon Jamuna Television

সাগরে সতর্কতা সংকেত, ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশের চার সমুদ্রবন্দরে তিন নম্বর এবং নদীবন্দরে এক নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সাগরে সৃষ্ট লঘুচাপ এবং মৌসুমি বায়ুর প্রভাবে দেশের আকাশে গভীর সঞ্চারনশীল মেঘের সৃষ্টি হওয়ায় এ সতর্ক সংকেত বলে জানায় আবহাওয়া অফিস।

সমুদ্রবন্দর, নদীবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদফতর। দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাসও দেয়া হয়েছে। এছাড়া রাজধানীতে আরও দুদিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।

উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

/এমএন

Exit mobile version