Site icon Jamuna Television

বাড্ডায় বৈদ্যুতিক খুঁটিতে কাজ করতে গিয়ে নিহত ২, আহত ৩

ছবি: সংগৃহীত

রাজধানীর বাড্ডার বেরাইদ ১০০ ফিট এলাকায় বিদ্যুতের খুঁটিতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিক মারা গেছেন। এই ঘটনায় আরও তিনজন দগ্ধ হয়েছেন।

সোমবার রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে দশটার দিকে দু’জনকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকরা জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। অন্য তিনজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

ইউএইচ/

Exit mobile version