Site icon Jamuna Television

আদালত অবমাননার মামলা থেকে রেহাই পেলেন ইমরান খান

ছবি: সংগৃহীত

অবশেষে আদালত অবমাননার মামলা থেকে রেহাই পেলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। সোমবার তার নিঃশর্ত ক্ষমার আবেদন গ্রহণ করেছেন ইসলামাবাদের আদালত। মামলা তুলে নেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন ইমরানের আইনজীবী। খবর বার্তা সংস্থা এপির।

গত ২০ আগস্ট পেশোয়ারের জনসভায় এক বিচারপতিকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন ইমরান খান। যার জেরে আদালত অবমাননার মামলা হয় তার বিরুদ্ধে। এ মামলায় গেল শুক্রবার ইমরানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন নিম্ন আদালত। তবে তাকে আগাম জামিন দেন উচ্চ আদালত।

গত মাসের শেষে আদালতে সশরীরে উপস্থিত হয়ে ক্ষমা প্রার্থনা করেন ইমরান খান। বিচারপতি জেবা চৌধুরির কাছেও দুঃখপ্রকাশ করবেন বলেও জানান তিনি। ক্ষমা চেয়ে লিখিত আবেদন করার নির্দেশ দেন আদালত। এই মামলা থেকে মুক্তি পাওয়ায় পরবর্তী নির্বাচনে অংশ নিতে আর কোনো বাধা রইলো না ইমরান খানের।

ইউএইচ/

Exit mobile version