Site icon Jamuna Television

ভেরোনার বিপক্ষে জয় পেয়েছে উদিনেসে

ছবি: সংগৃহীত

ইতালিয়ান সিরি আ লিগে ভেরোনাকে ২-১ গোলে হারিয়েছে উদিনেসে। দ্বিতীয়ার্ধের যোগ করা অতিরিক্ত সময়ে জাকা বিওলের গোলে জয় নিশ্চিত করে সফরকারীরা। এই জয়ে ৮ খেলায় ১৯ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে উদিনেসে।

ঘরের মাঠে শুরু থেকেই তলানিতে থাকা ভেরোনা প্রভাব বিস্তার করে খেলতে থাকে। এই সময়ে বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও বাধা হয়ে দাঁড়ান প্রতিপক্ষের গোলরক্ষক। তবে থমাস ডোইগের গোলে ১-০’তে এগিয়ে যায় উদিনেসে। ম্যাচে ফিরতে মরিয়া ভেরোনা আক্রমণ চালালেও গোল আদায়ে ব্যর্থ হয় তারা। ৭০ মিনিটে নরবের্তো গোমেসের গোলে সমতায় ফেরে স্বাগতিকরা।

খেলা যখন নিশ্চিত ড্রয়ের পথে এগোচ্ছিল, তখন মোড় ঘুরিয়ে দেন জাকা বিওল। ডি-বক্সের বাইরে থেকে নেয়া ফ্রি-কিক থেকে আলতো হেডে বল জালে জড়ান এই ফুটবলার।
আরও পড়ুন: ৪ অক্টোবর: টিভিতে আজকের খেলা সূচি
ইউএইচ/

Exit mobile version