Site icon Jamuna Television

রংপুরে নৈশ কোচের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত

ছবি: প্রতীকী

স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর:

রংপুরের তারাগঞ্জে নৈশ কোচের ধাক্কায় ব্যাটারি চালিত অটোরিকশা থেকে ছিটকে পরে ২ জন নিহত এবং ৩ জন আহত হয়েছেন। সোমবার (৩ অক্টোবর) রাত ৯টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সরদার রুমের ইনচার্জ খোকন মিয়া জানান, খিয়ার জুম্মা এলাকায় সংঘর্ষে আহত পাঁচজনের মধ্যে দু’জন রাত পৌনে বারোটায় মারা যান। তারা হলেন, বদরগঞ্জের তালুক দামোদরপুর এলাকার রতন সরকার (৩০) ও পবিত্র চন্দ্র (২৩)। এ ঘটনায় আহতরা হলেন- লিটনচন্দ্র (২৪), ভোলা চন্দ্র (২৮) এবং অটোচালক সাহেব আলী (২১)। তারা হাসপাতালের চিকিৎসাধীন আছেন।

হাইওয়ে পুলিশের তারাগঞ্জ থানার ওসি মাহবুব মোর্শেদ জানান, সোমবার রাতে তারাগঞ্জের হিয়ার জুম্মায় এলাকায় রংপুর-দিনাজপুর মহাসড়কে একটি ঢাকাগামী নৈশকোচ যাত্রীবাহী ব্যাটারি চালিত রিকশাকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে ছিটকে গিয়ে অটোচালকসহ চার যাত্রী গুরুতর আহত হন। ফায়ার সার্ভিস এবং স্থানীয়দের সহযোগিতায় তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নৈশ কোচটি পালিয়ে যাওয়ায় সেটি আটক করা সম্ভব হয়নি।

ইউএইচ/

Exit mobile version