Site icon Jamuna Television

ক্যালিফোর্নিয়ায় সিরিয়াল কিলার আতঙ্ক

ছবি: সংগৃহীত

সিরিয়াল কিলারের আতঙ্কে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঞ্চলের বাসিন্দারা। সম্প্রতি সেন্ট্রাল ক্যালিফোর্নিয়ায় পাঁচজন লোককে আলাদাভাবে গুলি করা হলেও হত্যার আলামত ছিল একই ধরনের।

দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, নিহত পাঁচজনকেই অন্ধকারে একা থাকা অবস্থায় গুলি করে হত্যা করা হয়েছে। তবে হত্যার কারণ এখনও অজানা। ফলে, হত্যাকারী একজন সিরিয়াল কিলার বলে ধারণা করছে পুলিশ। যাকে ধরতে ঘোষণা করা হয়েছে আর্থিক পুরস্কারও।

পঞ্চম হত্যাকাণ্ডের পর অভিযুক্তকে গ্রেফতার করতে ৮৫ হাজার ডলার পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছে পুলিশ। এছাড়াও কালো ক্যাপ ও কালো পোশাক পরা একজন ব্যক্তির স্থির চিত্রও প্রকাশ করা হয়েছে, যাকে অপরাধের ঘটনাস্থলের দৃশ্যের বেশ কয়েকটি ভিডিওতে দেখা গিয়েছে।

/এনএএস

Exit mobile version