Site icon Jamuna Television

৬৫ বছরের বেশি বয়সীরা আগামী বছর হজে যেতে পারবেন: ধর্ম প্রতিমন্ত্রী

ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। ফাইল ছবি।

৬৫ বছরের বেশি বয়সীরাও আগামী বছর থেকে হজে যেতে পারবে। এক্ষেত্রে সৌদি কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা উঠে যাবে বলে আশাপ্রকাশ করেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।

মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুরে সচিবালয়ে রিলিজিয়াস রিপোর্টার্স ফোরামের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এ কথা জানান। ধর্ম প্রতিমন্ত্রী বলেন, সৌদি কর্তৃপক্ষের নির্দেশনার কারণে এ বছর কোটার অর্ধেক ৬০ হাজার হজযাত্রী পাঠাতে পেরেছে বাংলাদেশ। করোনা পরিস্থিতি একই রকম থাকলে আগামী বছর পূ্র্ণ কোটায় ১ লাখ ৪০ হাজার হজযাত্রী পাঠানো যাবে বলে আশা করেন ধর্ম প্রতিমন্ত্রী।

এ সময় ফরিদুল হক খান বলেন, করোনা পরিস্থিতির কারণে এ বছর ৬৫ বছরের বেশি বয়সীরা হজে যেতে পারেননি। সুস্থ থাকলে আগামী বছর সব বয়সীরা যেতে পারবে বলে প্রত্যাশা ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খানের। এ নিয়ে সৌদি কর্তৃপক্ষের সাথে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: ওয়াশিংটন পোস্টে সাক্ষাৎকার; নারী পরিচয়ে অনুপ্রাণিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা

/এম ই

Exit mobile version