Site icon Jamuna Television

আশুলিয়ায় ৭শ বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

ঢাকার আশুলিয়ায় প্রায় ৭শ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস অ্যান্ড ট্রান্সমিশন ডিসট্রিবিউশন কোম্পানি। এসময় জব্দ করা হয়েছে অবৈধ গ্যাস সংযোগে ব্যবহৃত পাইপ ও রাইজার। মঙ্গলবার (৪ অক্টোবর) সকাল থেকে বিকাল পর্যন্ত সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েমের নেতৃত্বে চালানো হয় এ অভিযান।

সাভার তিতাস কর্তৃপক্ষ জানায়, তিতাসের মেইন লাইন থেকে অবৈধভাবে নিম্নমানের পাইপ ব্যবহার করে একটি চক্র বিভিন্ন বাসাবাড়িতে ঝুকিপূর্ণভাবে গ্যাস সংযোগ দিয়েছে, এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় প্রায় দুই কিলোমিটার এলাকাব্যাপী অভিযান চালিয়ে প্রায় ৭শ অবৈধ সংযোগ বিছিন্ন করা হয়। জব্দ করা হয় পাইপ ও রাইজার।

সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েম বলেন, আগামীতেও এমন অভিযান অব্যাহত থাকবে। যারা এ অবৈধ সংযোগ দিয়ে থাকে তাদের শনাক্তে কাজ চলছে। তাদেরও আইনের আওতায় আনা হবে।

/এডব্লিউ

Exit mobile version