Site icon Jamuna Television

‘টাইম’ ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় আলিয়া ভাট

টাইম ১০০ ইমপ্যাক্ট অ্যাওয়ার্ড-২০২২ হাতে আলিয়া ভাট।

বিশ্বখ্যাত ‘টাইম’ ম্যাগাজিনের ১০০ জন প্রভাবশালী ব্যক্তির তালিকায় জায়গা করে নিয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। এরই মধ্যে সিঙ্গাপুরে তিনি ভূষিত হয়েছেন ‘টাইম ১০০ ইমপ্যাক্ট অ্যাওয়ার্ড’-এ।

সোমবার (৩ অক্টোবর) বলিউডের প্রথম সারির এ নায়িকা পুরস্কার হাতে সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করার সাথেসাথেই ভাসতে থাকেন ভক্ত ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছায়। পুরস্কার নিয়ে সোমবারই মুম্বাই ফিরেছেন তিনি।

অন্তঃসত্ত্বা আলিয়াকে এদিন মুম্বাই বিমানবন্দরে ঢিলেঢালা পোশাকে দেখা গেছে। তার মুখ ঢাকা ছিল মাস্কে, আর কাঁধে ছিল স্লিং ব্যাগ। জানা গেছে, প্রেগন্যান্সিতেও সমানতালে কাজ করে চলেছেন আলিয়া।

/এসএইচ

Exit mobile version