Site icon Jamuna Television

ধৈর্য ধরার অনুরোধ জানালো বিদ্যুৎ বিভাগ

জাতীয় গ্রিডে ত্রুটির কারণে দেশের বিভিন্ন জেলায় বিদ্যুৎ বিপর্যয়ের মধ্যে ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলা করতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।

মঙ্গলবার (৪ অক্টোবর) বিদ্যুৎ বিভাগের ফেসবুক পেজে পোস্ট করা এক বার্তায় বলা হয়, আকস্মিকভাবে মঙ্গলবার দুপুর ২টা ৪ মিনিটে জাতীয় গ্রিডের ইস্টার্ন অংশে (ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, ময়মনসিংহ) সমস্যা দেখা দেয়ায় অনাকাঙ্ক্ষিতভাবে বিদ্যুৎ বিভ্রাট চলছে। পাওয়ার গ্রিড কোম্পানি লিমিটেড (পিজিসিবি) এর প্রকৌশলীরা দ্রুততার সঙ্গে জাতীয় গ্রিড সচল করতে নিবিড় প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। যথাসম্ভব তাড়াতাড়ি বিদ্যুৎ সেবা চালু করা হবে বলে আশা করা যায়।

আরও জানানো হয়, পিজিসিবি-সহ বিদ্যুৎ খাতের সব সংস্থা একযোগে পরিস্থিতি মোকাবেলায় প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। অনাকাঙ্ক্ষিত এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট সবাইকে ধৈর্যধারণ করতে বিনীতভাবে অনুরোধ করা হচ্ছে।

উল্লেখ্য, এদিন জাতীয় গ্রিড ট্রিপ করলে একযোগে এসব এলাকার বিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধ হয়ে যায়। তবে রাতের মধ্যেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে বলে আশা করছে দেশের একমাত্র বিদ্যুৎ সঞ্চালনকারী সংস্থা পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি)। আরও জানায়, গুরুত্বপূর্ণ স্থাপনায় বিদ্যুৎ সরবরাহে অগ্রাধিকার দেয়া হচ্ছে। এরইমধ্যে ঘোড়াশাল ও টঙ্গীসহ কয়েকটি পাওয়ার প্লান্ট চালু হয়েছে।

/এমএন

Exit mobile version