Site icon Jamuna Television

গ্রিড বিপর্যয়: বিঘ্নিত হতে পারে টেলিযোগাযোগ সেবা

ছবি: সংগৃহীত

জাতীয় বিদ্যুৎ গ্রিড বিপর্যয়ের কারণে দেশের বিভিন্ন স্থানে সাময়িক সময়ের জন্য টেলিযোগাযোগ সেবা বিঘ্নিত হতে পারে বলে জানিয়েছে মোবাইল অপারেটরদের সংগঠন এএমটিওবি। এজন্য গ্রাহকদের কাছে দুঃখপ্রকাশ করেছে তারা।

মঙ্গলবার (৪ অক্টোবর) এএমটিওবি’র ওয়েবাসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানায় তারা।

বিবৃতিতে এএমটিওবি জানিয়েছে, “জাতীয় বিদ্যুৎ গ্রিড বিপর্যয়ের কারণে দেশের বিভিন্ন স্থানে সাময়িক সময়ের জন্য টেলিযোগাযোগ সেবা বিঘ্নিত হতে পারে। এই সাময়িক পরিস্থিতির জন্য আমরা দুঃখিত।“

প্রসঙ্গত, মঙ্গলবার দুপুর ২টার পর জাতীয় গ্রিড ট্রিপ করলে একযোগে এসব এলাকার বিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধ হয়ে যায়। এতে এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এমন কী, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোও বিদ্যুৎবিহীন হয়ে পড়ে। এতে ভোগান্তিতে পড়েন মানুষ।

/এসএইচ

Exit mobile version