Site icon Jamuna Television

জাতিসংঘ অনেক দুর্বল হয়ে পড়েছে: পররাষ্ট্রমন্ত্রী

জাতিসংঘ এখন অনেক দুর্বল হয়ে পড়েছে। অনেক দেশেই তারা কার্যকর ভূমিকা রাখতে পারছে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

জাতিসংঘের অধিবেশনে যোগদান শেষে দেশে ফিরে মঙ্গলবার (৪ অক্টোবর) বিকেলে মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এমন মন্তব্য করেন তিনি। বলেন, বাংলাদেশ মানবাধিকার রক্ষায় এখন যথেষ্ট সোচ্চার। মানবাধিকার বিষয়গুলো সমুন্নত রাখতে বাংলাদেশ কাজ করছে। এছাড়া গুম নিয়ে জাতিসংঘের পরিসংখ্যান ভুল বলেও দাবি করেন পররাষ্ট্র মন্ত্রী।

এ কে আব্দুল মোমেন জানান, যুক্তরাষ্ট্র সফরকালে নিষেধাজ্ঞা তুলে নিতে সংশ্লিষ্টদের সাথে আলোচনা হয়েছে। এজন্য ধারাবাহিক কার্যক্রম অব্যাহত থাকবে। রোহিঙ্গা ইস্যুতে বিশ্ব নেতাদের কাছ থেকে বাংলাদেশ ইতিবাচক সাড়া পেয়েছে বলে জানান তিনি। বলেন, সবার ঐক্যমতে রোহিঙ্গা প্রত্যাবাসন হবে।

/এমএন

Exit mobile version