Site icon Jamuna Television

জয়পুরহাটে ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

সিনিয়র করেসপনডেন্ট, জয়পুরহাট:

জয়পুরহাটের পাঁচবিবি-হিলি সড়কের নওদা এলাকায় মুরগি বোঝায় পিকআপ ও গরুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে গরুবাহী ট্রাকের চালক নিহত হয়েছে। এছাড়া এ ঘটনায় আহত হয়েছে ৩ জন। মুরগি বোঝাই পিকআপ ভ্যানটি বেপরোয়া গতিতে চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন প্রত্যক্ষদর্শীরা।

মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যার আগে এ দুর্ঘটনা ঘটে। পাঁচবিবি ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে পাঠিয়েছে।

নিহত চালক নীলফামারীর সৈয়দপুর উপজেলার চিকলী গ্রামের বাবলু হোসেন (৪৫)। আহতরা হলেন, একই উপজেলার কাইয়ুম হোসেনের ছেলে সোহেল (২৫), সিপাহি পাড়ার আজিজার রহমানের ছেলে শফি (৪০) এবং জয়পুরহাটের কালাই উপজেলার পুনট গ্রামের আক্কাস আলীর ছেলে আবু ছায়েদ (২৫)।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব বলেন, পাঁচবিবি থেকে একটি গরু বোঝাই ট্রাক সৈয়দপুরের দিকে যাচ্ছিল এবং অপরদিকে দিনাজপুরের বিরামপুর থেকে মুরগি বোঝাই পিকআপ ভ্যানটি জয়পুরহাটে যাওয়ার সময় নওদা এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই এক চালক নিহত এবং ৩ জন আহত হয়।

এটিএম/

Exit mobile version