Site icon Jamuna Television

খিলগাঁও থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফাইল ছবি

রাজধানীর খিলগাঁও এলাকা থেকে সালমা বেগম নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ৷

মঙ্গলবার (৪ অক্টোবর) রাতে খিলগাঁও এলাকায় ত্রিমোহনী মাদরাসা রোড এলাকার একটি বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

খিলগাঁও থানা পুলিশ জানিয়েছে, সন্ধ্যা ৭টার কিছুক্ষণ পর খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘরের জানালা দিয়ে সালমাকে ফ্যানের সাথে ঝুলতে দেখেন পুলিশ সদস্যরা। পরে ঘরের দরজা ভেঙে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে আনা হয়।

পুলিশের ধারণা, তিনি আত্মহত্যা করেছেন৷ তবে কি কারণে আত্মহত্যা করেছেন তা এখনও নিশ্চিত হওয়ার যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে বলে জানা গেছে।

/এসএইচ

Exit mobile version