Site icon Jamuna Television

টিকটককে জরিমানা করলো রাশিয়া

নিষিদ্ধ ভিডিও সরাতে অস্বীকৃতি জানানোয় সামাজিক যোগাযোগমাধ্যম টিকটককে জরিমানা করলো রাশিয়া। মঙ্গলবার (৪ অক্টোবর) টিকটক কর্তৃপক্ষকে ৫১ হাজার ডলার ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দেন মস্কো আদালত। খবর এপির।

এর আগে, জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপটির বিরুদ্ধে মামলা করে দেশটির রাষ্ট্রীয় যোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা। অভিযোগে বলা হয়, সমকামিতা ও উগ্র নারীবাদকে উৎসাহ দিচ্ছিল কিছু কন্টেন্ট। তাছাড়া, নারী-পুরুষের চিরাচরিত সম্পর্ককে বিকৃত দৃষ্টিভঙ্গির মাধ্যমে করা হয়েছে উপস্থাপন। আদালতে প্রমাণস্বরূপ গত ১০ ফেব্রুয়ারির একটি ভিডিও প্রদর্শন করা হয়।

আদালতের রায়কে চ্যালেঞ্জ করতে চাইলে পরবর্তী ১০ দিনের মধ্যে আবেদন করতে টিকটককে। চলতি বছর হোয়াটসঅ্যাপকে মোটা অঙ্কের জরিমানা করে রাশিয়া। তাছাড়া রুশ ব্যবহারকারীদের গোপন তথ্য ফাঁস হওয়ায় বন্ধ করা হয় স্ন্যাপচ্যাট।

/এমএন

Exit mobile version