Site icon Jamuna Television

বিশ্বকাপ জিততে মরিয়া মেসি

রাশিয়া বিশ্বকাপে তার দিকেই তাকিয়ে ছিল গোটা আর্জেন্টিনা। কিন্তু, ভক্তদের হতাশ করে খেলার মাঠে একেবারেই নিষ্প্রভ লিওনেল মেসি। দুশ্চিন্তাগ্রস্ত মেসিকে দেখে নানা ধরনের গুঞ্জনও রটে গেছে। কেউ মনে করছেন প্রত্যাশার চাপ সমালাতে পারছেন না মেসি। কেউ দুষছেন কোচের রণকৌশলকে। কেউ আবার বিদ্রোহের গল্পকেই সত্য জ্ঞান করছেন। কিন্তু মেসি কী ভাবছেন?

বিশ্বকাপই জয়ই মেসির একমাত্র ভাবনা। বলেছেন, কাপ না জিতে অবসর নিতে চান না তিনি। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ এই আসরের ট্রফিটিকেই পাখির চোখ করেছেন আর্জেন্টাইন সুপারস্টার। গতবার খুব কাছে গিয়ে ছুঁতে না পারা পরম আরাধ্য ট্রফিটাকে একবার হাতে নিতে চান। রোববার ছিল তার জন্মদিন। সে উপলক্ষ্যেই মেসি নাকি তার ইচ্ছের কথা জানিয়েছেন। অনন্ত ডেইলি মেইলের খবরে তাই বলা হয়েছে।

বিশ্বকাপ মিশনের দ্বিতীয় পর্বে যেতে হলে গ্রুপ পর্বে শেষ ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে জয়ের বিকল্প নেই। সেজন্য, মেসির জ্বলে ওঠাটা যে খুবই জরুরি তা আর না বললেও চলে।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version