Site icon Jamuna Television

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন কাল

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি।

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর নিয়ে সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে আগামীকাল বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকেল ৪টার দিকে এ সংবাদ সম্মেলন শুরু হবে। খবর বাসসের।

গত ১৫ সেপ্টেম্বর যুক্তরাজ্যে যাওয়ার মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর প্রায় তিন সপ্তাহের বিদেশ সফর শুরু হয়। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে ১৮ দিনের রাষ্ট্রীয় সফর শেষে ৪ অক্টোবর দেশে ফেরেন তিনি।

এরমধ্যে যুক্তরাজ্য সফরে রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য এবং রাজা তৃতীয় চার্লসের সিংহাসনে আরোহণের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেখ হাসিনা। আর জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে যোগ দিতে গত ১৯ সেপ্টেম্বর নিউইয়র্কের উদ্দেশে লন্ডন ছাড়েন প্রধানমন্ত্রী।

/এমএন

Exit mobile version