Site icon Jamuna Television

১৮’র তরুণীর প্রেমে মজলেন ৭৮ বছরের প্রেমিক, বিয়ে করে বললেন এই তো আসল ভালোবাসা!

ছবি: প্রতীকী

১৮ বছরের এক তরুণীকে বিয়ে করলেন ৭৮ বছর বয়সী ফিলিপাইনের এক বাসিন্দা। রাশেদ মঙ্গাকপ নামের ওই ব্যক্তি আগে চাষাবাদ করতেন, এখন আর বিশেষ কিছুই করেন না। তার দাবি, কনে হালিমা আব্দুল্লাহ যখন ১৫, তখনই তারা প্রেমে পড়েন। এই বিয়ে সেই প্রণয়েরই স্বীকৃতি মাত্র। খবর টাইম নাউ নিউজের।

রাশেদের ভাইয়ের ছেলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, হালিমার বাবা রাশেদের হয়ে কাজ করেন। বছর তিনেক আগে ফিলিপাইনের কগায়ন প্রদেশে একটি নৈশভোজে হালিমাকে প্রথমবার দেখেন তিনি। তার দাবি- রাশেদ নয়, প্রথম প্রেমে পড়েন হালিমাই। রাশেদ আগে কোনো দিন প্রেমে পড়েননি। কিন্তু হালিমাকে দেখে মন গলে যায় তারও।

রাশেদ ও হালিমার বয়সের ফারাক প্রায় ৬০ বছর হলেও আপত্তি করেননি বর-কনে কোনো পক্ষই। গত আগস্টে বিবাহবন্ধনে আবদ্ধ হন দু’জন। বিয়ের পর ফিলিপাইনের কারমেন শহরে থাকছেন তারা।

ইউএইচ/

Exit mobile version